শহিদুল ইসলাম শহিদ: নওগাঁ, মান্দা প্রতিনিধি
নওগাঁ মান্দায় সতিহাট তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর পক্ষ থেকে গরিব-দুঃখীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন -নিবন্ধক জনাব মোহাম্মদ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমবায় অফিসার জনাব মোঃ ইমরান হোসেন , এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ আলতাফ হোসেন। সেখানে আরও উপস্থিত ছিলেন তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সদস্যবৃন্দ। তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে গরিব-দুঃখীর মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়।
তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক শ্রী উৎপল চন্দ্র মন্ডল বলেন, এই প্রতিষ্ঠান এলাকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার গরিব-দুঃখী মানুষের মধ্যে সহযোগিতার হাত যেমন বর্তমানে বাড়িয়েছি, তেমনি ভবিষ্যতেও এরকমভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।