বিশেষ প্রতিনিধি: পিএম কামাল


এস,এস,সি ২০০৯ ও এইচ,এস,সি ২০১১ইং সনের পরিক্ষার্থী সমগ্র বাংলাদেশের ১ লক্ষ সদস্যের অনলাইন প্ল্যাটফর্ম (ফেইসবুক গ্রুপ) এস,এস,সি ২০০৯ ও এইচ,এস,সি ২০১১ ব্যাচ বাংলাদেশ এর বন্ধুদের নিয়ে দি ৯/১১ ক্রিকেট অফিসিয়াল এর আয়োজনের ৯টি দলের অংশগ্রহণে ৩দিন ব্যাপী একটি ক্রিকেট টুর্ণামেন্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ৫ই মার্চ সকাল ৮ ঘটিকা থেকে ঢাকার কলাবাগান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টুর্ণামেন্টের জন্য এস,এস,সি ২০০৯ ও এইচ,এস,সি ২০১১ ব্যাচ ‘দি ইনভিন্সিবল” ও ৯/১১ এর বিভিন্ন ফেইসবুক গ্রুপে প্লেয়ার রেজিষ্ট্রেশনের জন্য আহবান করলে এস,এস,সি ২০০৯ ও এইচ,এস,সি ২০১১ ব্যাচ এর ক্রিকেটপ্রেমী আগ্রহী প্লেয়াররা প্লেয়ার রেজিষ্ট্রেশন করে। পরবর্তীতে প্লেয়ারদের লটারির মাধ্যমে বিভিন্ন দলে ভাগ করে দিয়ে ৯টি দল গঠন করা হয়।

ক্লেমন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টটি গত ২৬, ২৭ ফেব্রুয়ারী ও ৫ মার্চ বঙ্গবন্ধু আউটার স্টেডিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নির্ধারিত ভেন্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় টুর্ণামেন্টের সিডিউল ও ভেন্যু পরিবর্তন হয়ে আগামী ৫ ও ৬ই মার্চ কলাবাগান মাঠে টুর্ণামেন্ট এর খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

টুর্ণামেন্টের ৯টি দল ৩টি গ্রুপে এর মাধ্যমে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’ তে রয়েছে দি ইনভিন্সিবল ৯/১১ বাইকার্স, দি ওয়্যারওলফ ক্যাপে ও নোয়াখালী রয়েলস। গ্রুপ ‘বি’ তে রয়েছে জিকো ইন্টারন্যাশনাল, নারায়নগঞ্জ ৯/১১ টাইগার্স ও ড্রিমস অফ ইয়ুথ ৯/১১ (সিলেট)। গ্রুপ ‘সি’ তে রয়েছে ট্যালেন্ট কেয়ার এডুকেশান, ৯/১১ বাইকার্স ও বাইক লাভার্স ও ফরাজী হসপিটাল টিম।

প্রথম পর্বে প্রত্যেকটি দল ২টি করে ম্যাচ খেলবে, গ্রুপে শীর্ষ ৩টি দল ও বাকী ৬দল থেকে ১টি দল রেটিং পয়েন্টে যুক্ত হয়ে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল বিজয়ী ২ দল আগামী ১৯ মার্চ ফাইনালে মোকাবেলা করবে।

টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী ৫ই মার্চ /শুক্রবার সকাল ৮ঘটিকায় দি ইনভিন্সিবল ৯/১১ বাইকার্স বনাম নোয়াখালী রয়েল মোকাবেলা করবে এবং ২য় ম্যাচ ৯.৪৫ঘটিকায় ড্রিমস অফ ইয়ুথ ৯/১১ (সিলেট) বনাম জিকো ইন্টারন্যাশনাল, ৩য় ম্যাচ ১১.৩০ ঘটিকায় দি ওয়্যারওলফ ক্যাফে বনাম দি ইনভিন্সিবল ৯/১১ বাইকার্স, ৪র্থ ম্যাচ ২.০০ঘটিকায় ড্রিমস অফ ইয়ুথ ৯/১১ (সিলেট) বনাম নারায়নগঞ্জ ৯/১১ টাইগার্স, ৫ম ম্যাচ ৩.৪৫ঘটিকায় দি ওয়্যারওলফ ক্যাফে বনাম নোয়াখালী রয়েলস মোকাবেলা করবে।
৬ই মার্চ সকাল ৮ ঘটিকায় ৬ষ্ঠ ম্যাচ ট্যালেন্ট কেয়ার এডুকেশান বনাম ৯/১১ বাইকার্স এন্ড বাইক লাভার্স, ৭ম ম্যাচ ১০.০০ঘটিকায় নারায়নগঞ্জ ৯/১১ টাইগার্স বনাম জিকো ইন্টারন্যাশনাল, ৮ম ম্যাচ ১২.০০ঘটিকায় ফরাজী হাসপিটাল টিম বনাম ট্যালেন্ট কেয়ার এডুকেশান, ৯ম ম্যাচ ২.৩০ ঘটিকায় ৯/১১ বাইকার্স এন্ড বাইক লাভাস বনাম ফরাজী হসপিটাল টিম মোকাবেলা করবে এবং আগামী ১৯ই মার্চ বঙ্গবন্ধু আউটার স্টেডিয়াম (প্রস্তাবিত) সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের জন্য দি ৯/১১ক্রিকেট টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। মো: মাকসুদুর রহমান (নিক্সন)-চেয়ারম্যান, ইমরান হোসেন-ভাইস চেয়ারম্যান, পিএম কামাল-টুর্নামেন্ট কো-অডির্নেটর এবং অফিসিয়াল হিসেবে ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম রিটার্ন, মো: রবিউল আলম উতসব, মুহাম্মদ রকিবুল হাসান, নিতাই দাস, রাহাত ফারহান, আসিফ উমর, রায়হান আহমেদ রাজু, আবু তাহের, সজিব, গাদ্দাফি, মারুফ, প্রমুখ দায়িত্ব পালন করছেন।

দি ৯/১১ক্রিকেট টুর্নামেন্ট কমিটি

টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর-ক্লেমন, মেডিকেল পার্টনার-ফরাজী হাসপাতাল, মিডিয়া পার্টনার -উচ্চকণ্ঠ, এডুকেশান পার্টনার-ট্যালেন্ট কেয়ার এডুকেশান, ফটোগ্রাফী পার্টনার-ওয়েডিং স্যাপ এবং এসোসিয়েট পার্টনার হিসেবে দি ইনভিন্সিবল ৯/১১ রয়েছেন।


টুর্ণামেন্ট এর সকল খেলা উচ্চকণ্ঠ অফিসিয়াল পেইজ থেকে সম্প্রচার করা হবে।

ফেইসবুক অফিশিয়াল পেইজ: https://www.facebook.com/Ucchakontha/

ফেসবুক অফিশিয়াল গ্রুপ : https://www.facebook.com/groups/2771365792910347/?ref=share