মাসুদ রানা:

২রা মার্চ ২০২১ ইং মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে ফরওয়ার্ড পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয় ।ফরওয়ার্ড পার্টি মনে করে ডিজিটাল নিরাপত্তা আইন সরকার দেশের জনগন’কে বাকরুদ্ধ করার একটি পায়তারা কৌশল হিসেবে ব্যবহার করছে।কোনো মানুষ অন্যায় করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দেশের প্রচলিত অনেক আইন আছে ।কেননা দেশের প্রচলিত বর্তমান আইনের গুনগত পরিবর্তন ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত না করে নতুন করে ডিজিটাল আইন করে, মনেহয় সরকার তার দলকে জনগনের রুশানল থেকে মুক্ত রাখতে চায়। গনতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মুক্ত আলোচনা সমালোচনা । যার অবর্তমানে জনগন ও সরকারের মধ্যে দুরত্ব তৈরী হয়ে বৈরীভাব সৃষ্টি হয় যাহা কখন ও একটি দেশের সাধারন জনগনের জন্য সুখকর নয় বলে মনে করেন ফরওয়ার্ড পার্টির নেতা কর্মীগন।ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারা হেফাজতে থাকা অবস্থায় লেখক ও উদ্যাক্তা মুশতাক আহমদের মৃত্যু জনগন ও সরকারের মধ্যে তেমনি একটি বৈরী ভাব সৃষ্টি হয়েছে মুশতাকের মৃত্যুর পর আন্দোলনকারীদের উপর পুলিশি হামলা ও মামলা জনগনকে আরো অধিকতর ভাবিয়ে তুলেছে বলে নেতাকর্মি রা জানান।উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন,এ্যাডভোকেট,জিয়াউর রহমান,আহবায়ক,কাউন্সিলর প্রস্তুতি কমিটি,মো:মাহবুবুল আলম চৌধুরী,সদস্য সচিব,কাউন্সিলর প্রস্তুতি কমিটি ,মো:জালাল আহমেদ,আহবায়ক,যুব ফরওয়ার্ড,মো:আজিজুর রহমান, সদস্য কাউন্সিলর প্রস্তুতি কমিটি,সহ ফরওয়ার্ড পার্টির অনেক নেতা কর্মীগণ।সর্বপরি ফরওয়ার্ড পার্টির পক্ষ থেকে জোর দাবী জানিয়েছন আন্দোলনকারী যেসব নেতা কর্মিকে দ্রুত ট্রাইব্যুনাল বসিয়ে তাদের নি:শ্বর্ত মুক্তি দাবী করেছেন ও সর্বসাফল্য কর্মে ফরওয়ার্ড পার্টি এই মরণব্যধি ডিজিটাল আইন বাতিল দাবী করছেন।