মাসুদ রানা:
দিনমজুর বাবার নাবালক মেয়ে রোজিনা আক্তার(১৩) স্ত্রী সন্তান ও তিন মেয়ে নিয়ে অতি দু:খে কষ্টে জীবন যাপন করিতেছেন বাবা আইয়ুব আলী ।একটু সুখের আশায় নাবালক মেয়ে রোজিনা(১৩) কে ট্রাস্ট ব্যাংকের কাকরাইল শাখার কর্মকর্তা মো: কমল ও তার স্ত্রী তানিয়ার নিকট গৃহকর্মী হিসেবে হিসেবে ১৪ চ্যামেলিবাগ শান্তিনগর ঢাকায় কাজে দেন।কমল ও তার স্ত্রী তানিয়ার নিকট গৃহকর্মী হিসেবে ভালো মন্দ দেখাশুনার করার আশ্বাস দিলেও কিছুদিন যেতে না যেতে স্বামী-স্ত্রী রোজিনা(১৩) কে প্রতি নিয়ত শারিরিক মানসিক নির্যাতন শুরু করে একটু উনিশ বিশ হলে তারা মেয়েটা কে মারধর করে কয়েকবার খুনতি গরম করে চেক দিয়েছে বলে জানিয়েছন রোজিনার(১৩)দিনমজুর বাবা আইয়ুব আলী।মেয়েকে একবারে বাড়ি নিয়ে যাবে বলে জানালে তারা মেয়ে কে দিবে না বলে ও তোদের মেয়ে আমাদের কাছ থেকে জীবিত নিতে পারবি না বলে ও জানান হতদরিদ্র রোজিনার বাবা।তাই কোনো কুলকিনার না পেয়ে সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং-৮০৬/২০২০ ধারা ৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড মামলা করার পর লাশের ময়না তদন্তও হয়েছে ।ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা.সোহেল মাহমুদ ও পল্টন থানার এসআই হাফিজ আহমেদ এর যোগ সাজসে সম্পূন্ন রিপোট মিথ্যা বানোয়াট বলে দাবী করেন রোজিনা(১৩) বাবা আইয়ুব আলী।তাই সর্বশেষ দিনমজুর বাবা আইয়ুব আলী ও তার স্ত্রী মেয়ে হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবীতে সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন ও মেয়ে হত্যাকারী কমল তানিয়ার ফাঁসি দাবী করেছেন।