ফিলিপাইনে দুই দফাই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির বাটানাস প্রদেশে প্রথমে ৫.৪ মাত্রার ভূমিকম্প হলে তেমন কোনো ক্ষতিরমুখে না পড়লেও, দ্বিতীয় দফায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে বেশ ক্ষতির মধ্যে পড়তে হয় দেশটিকে।

স্থানীয় সময় শনিবার ভোরে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৮ জনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছে আরও ৬০ জন। ফাঁটল ধরেছে অনেক বাড়ির ছাঁদে।

স্থানীয় সংবাদমাধ্যম র‌্যাপ্লারের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের অন্যান্য সময় সুনামি সতর্কা জারি করা হলেও, এবার তা করা হয়নি। তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

স্থানীয় মেয়র রাউল ডি সেগন হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানা এ মেয়র।