শরীয়তপুর প্রতিনিধি:


শরীয়তপুরে পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা বসতভিটা হারিয়ে অসহায় জীবন কাটাচ্ছে। জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা পাড়ের মানুষ নদী ভাঙ্গনের কবলে পরে ভিটা মাটিসহ ফসলি জমি হারিয়ে হাজার হাজার পরিবার কোন রকম দিন অতিবাহিত করছে। বাঁচার তাগিদে মাতৃভূমি ত্যাগ করে জীবনের খোঁজে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে তারা।

বিগত ৪-৫ বছর পূর্বে জাজিরা উপজেলার বড়কান্দি, বিলাসপুর, কুন্ডের চর, নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি, ওয়াবদা, চর নড়িয়া, মুলফৎগঞ্জ, কেদারপুর ও সুরেশ্বর এলাকার অধিকাংশ ভূমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। জাজিরার মঙ্গল মাঝির ঘাট থেকে নড়িয়ার সুরেশ্ব এলাকায় নতুন করে চর জাগতে শুরু হয়েছে। তাই ভাঙ্গনকবলিত মানুষগুলোর মাঝে আশার সঞ্চার হয়েছে।
এলাকাবাসির দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শরিয়তপুরের নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফেরাতে, মূল নদী খনন করে মালিকানা জমি ভরাট করে স্থায়ী বেরিবাধ নির্মাণ করা।