মেক্সিকোতে পুলিশের গাড়ি বহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন পুলিশ কর্মকর্তা এবং পাঁচজন আইনি তদন্তকারী।

মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ ঘটনার বিভৎস দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। 

ওইসব ছবিতে দেখা যায়, বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে পুলিশের গাড়ি, ট্রাক। রাস্তায় এবং গাড়িতে পুলিশ কর্মকর্তাদের দেহ ছড়িয় পড়ে থাকতেও দেখা গেছে।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারী। পুলিশ তখন ওই এলাকায় টহল দিচ্ছিল।

যে এলাকায় হামলাটি চালানো হয়েছে, সেটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। 

মন্ত্রী বলেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে এই হামলার জবাব দেওয়া হবে।

বন্দুকধারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী অভিযান শুরু করেছে। এ হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা