মাসুদ রানা :

রাজধানীর উত্তরাপূর্ব থানার কৃষকলীগ এর সহসভাপতি শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ এবিএম সুমন রাজউক কর্মচারী সমিতি কমার্সিয়াল কমপ্রেক্স মার্কেটের সামনের ফল ব্যবসায়ী আবুল বাশার কে মারধর করে সুমন ও তার সহযোগী মিন্নাত আলী দোকান লুটপাট ও ভাঙচুর করে ক্যাশ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল বাশার বাদী হয়ে উত্তরা পূর্ব থানা মামলা দায়ের করলে উত্তরা পূর্ব থানার সুদক্ষ অফিসার ইনচার্জ কামাল উদ্দিন উক্ত ফল ব্যবসায়ী আবুল বাশার এর চাঁদাবাজী ও লুটপাত এর মামলায় এবিএম সুমন কে (৯ এপ্রিল ২০২১ ইং মামল নং-৮)এর গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেন।ফল ব্যবসায়ী আবুল বাশারের কাছে এবিএম সুমন এর ব্যাপারে জানতে চাইলে আবুল বাশার সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন,এবিএম সুমন দীর্ঘদিন স্থানীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে,উত্তরার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন মার্কেটের আঁশে পাশে খেটে খাওয়া ফুটপাতে বসে চায়ের দোকান টন দোকান করা সহ সকল ছোট খাট দোকাদার দের কাছ থেকে এবিএম সুমন তার দলবল নিয়ে সংঘবদ্ধ ভাবে অবৈধ ভাবে দোকানপাট টেম্পোস্ট্যান্ড অটোরিকশা-ইজিবাইক থেকে ও প্রতিদিন চাঁদা তুলেন যাহা সহজে অনেকে ভয় মুখ খুলতে রাজি হয়না তাই আমি এই শীর্ষ সন্ত্রাসীর সর্বচ্চো শাস্তি হয় তার জোর দাবী জানাচ্ছি ।