মোঃ আব্দুল হান্নান ক্রাইম রিপোর্টার

সিলেট নবীগঞ্জের ৯নং ইউপি দৌলতপুরে নজরুল ইসলামের দোকা নের পিছনে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের খবর পেয়ে (৫/৬/২১/ রাত ১১টায়) সেখানে দ্রুত ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন তখন তিনি জুয়া খেলার সামগ্রী সহ হাতেনাতে ধরতে সক্ষম হন নজরুলকে। সাধারণ দোকানকে জুয়া খেলার স্থান হিসেবে ব্যবহার করতে দেওয়ায় নজরুল ইসলাম (৪৮) পিতা মৃত নৈমুল্লাহ, সাং দৌলতপুর নবীগঞ্জ কে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আইন শৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন সর্বদা প্রস্তুত নবীগঞ্জ থানা পুলিশ। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেখ মহি উদ্দিন, ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবীগঞ্জ।