শহিদুল ইসলাম শহিদ : নওগাঁ , মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় অবৈধ ভুটভুটির ধাক্কায় ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল জুরাইন (৪৫) নিহত হয়েছেন। গতকাল(মঙ্গলবার) রাত অনুমান ৮টায় মান্দার ফেরিঘাট নিয়ামতপুর রোডে অবৈধ ভুটভুটির ধাক্কায় ছিটকে গিয়ে গাড়ির নিচে পড়লে ঘটনার স্থলে মারা যায় ইবনে সিনার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল জুরাইন(৪৫)। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়,নিয়ামতপুর উপজেলার ছাতরা বাজারের অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক জামিল উদ্দিনের দ্বিতীয় পুত্র। তিনি মেডিসিন ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।পেশাগত কাজে গোপালপুর বাজার হতে সহকর্মী জাহাঙ্গীরের গাড়ি চড়ে প্রসাদপুর বাসায় ফিরছিলেন ফেরিঘাটের কাছে নিয়ামতপুর রোডে বেপরোয়া গতির ভটভোটির ধাক্কায় গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন। আব্দুল্লাহ আল জুরাইন কে ঘটনাস্থল থেকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অনুমান করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির দুটো শিশু ছেলে সন্তান ও স্ত্রীর কান্নাকাটিতে মেডিক্যাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বলেন, এ ব্যাপারে কোন থানায় মামলা না হওয়াই তার লাশ পরিবারের কাছে পাঠানো হয়েছে।