শহিদুল ইসলাম শহিদ :নওগাঁ ,মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ৮ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার পরানপুর ইউপির কালিতলা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বানিসর কালিতলা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩২), মৃত আশরাফ আলী বানাতের ছেলে আলেক নুর (৩৫),মৃত আব্দুস সালাম এর ছেলে জাকির হোসেন (২৮) আব্দুস সাত্তারের ছেলে আক্তার হোসেন (২৮),বিলাত আলী সরদারের ছেলে আবুল কালাম (৪০),মৃত মুসা মন্ডল ছেলে মামুনুর রশিদ (৩৮),চককেশব গ্রামের মমতাজ এর ছেলে আল মামুন রশিদ (৩৫) ও চকরঘুনাথ গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অত্র এলাকায় তাস, জুয়া নারী ব্যবসা করে আসছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। এর জের ধরে রবিবার গভীর রাতে পুলিশের একটি টিম ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিতলা বানেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে ৩/৪ ধারাই মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।