জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক দারিদ্র্য দূরীকরণ,বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “এসডিজি অগ্রগতি পুরস্কার” –এ ভূষিত করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ৭৫তম জন্মদিনের পূর্ব মুহূর্তে এ পুরস্কার প্রাপ্তিতে দেশবাসী গর্বিত ও আনন্দিত। আনন্দময় ও গৌরবময় এ অর্জনের জন্য র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম ।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন উপলক্ষে অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ সারাদেশব্যাপী র্যাব ফোর্সেস কর্তৃক ৭৫টি স্থানে অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং ৭৫টি স্থানে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই প্রেক্ষিতে, অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম রাজধানীর উত্তরার জামেয়া আরাবিয়া বায়তুস সালাম মাদ্রাসায় প্রায় ৫০০ জন অসহায় ও এতিম শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এছাড়াও অদ্য বিকাল ০৫.০০ ঘটিকায় র্যাব মহাপরিচালক র্যাব ফোর্সেস সদর দপ্তর (হাজী ক্যাম্প) এ বৃক্ষরোপন করেন। উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন র্যাব ফোসের্স এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তবৃন্দ। এছাড়াও সারাদেশব্যাপী ব্যাটালিয়ন ও কোম্পানী পর্যায়ে প্রায় ১৫০০ (দেড় হাজার) বৃক্ষরোপন করা হয়।
পাশাপাশি, সারাদেশব্যাপী প্রায় ৫০০০ হাজার (পাঁচ হাজার) অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টীকা প্রদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে র্যাব ফোর্সেস সদর দপ্তরে অবস্থিত র্যাবের সেন্ট্রাল ক্লিনিকে বিশেষ টীকাদান কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত কার্যক্রমে প্রায় ১৫০০ টীকা প্রার্থীকে (কোভিড-১৯) ভ্যাক্সিন প্রদান করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ বাদ যোহর র্যাব ফোর্সেস সদর দপ্তর জামে মসজিদসহ সারাদেশব্যাপী র্যাবের সকল ব্যাটালিয়ন ও কোম্পানীসমূহের মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও ১৫ই আগস্ট এ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।