ঢাকার কামরাঙ্গীরচরের হুজুরপাড়া ঘাটে নৌকাডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ রয়েছে আরো একজন। নিখোঁজ ও মারা যাওয়া সবাই একই পরিবারের সদস্য।
কামরাঙ্গীরচরের হুজুরপাড়া ঘাট থেকে খাগাইল ঘাটে যাওয়ার জন্য ডিঙ্গি নৌকায় ওঠেন একই পরিবারের ১০ জন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যাওয়ার পর মাঝিসহ ৭ জন সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হন দুই নারী ও দুই শিশু।
সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ রয়েছে আরো দুজন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী একটি মেয়ের লাশ।
পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা।
নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন।