প্রতারনা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে কথিত ড.নিম হাকিম কে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
কথিত ড. নিম হাকিমের বিরুদ্ধে খুলনা ব্রাক্ষ্মনবাড়ীয়া ও মৌলভীবাজারের বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ড.নিম হাকিম কে আদালতে প্রেরন করা হবে।