রাজধানীর মিরপুর ভাসানটেক এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশন থেকে ভাসানটেক মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম এবং সাজিদ আনোয়ার অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে তিন শতাধিক সেমিপাকা, অস্থায়ী দোকান, শেড, কাঠের স্থাপনা, সিঁড়ি, ফুটপাতের ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এছাড়া সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার ও কামরুল ইসলাম নামে এক বাঁশ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ করতে না পারায় কামরুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।