ভান্ডারিয়ায় প্রতিনিধি, মোঃ খালেদ খান
পিরোজপুরের ভান্ডারিয়ায় সৈয়দ আফজাল হোসেন কল্যান ট্রাস্ট এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে পাকা টিন সেট ঘর নির্মাণ কাজের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী সৈয়দ আফজাল হোসেন কল্যান ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব সৈয়দ সোহেল রানা তার ব্যক্তিগত অর্থায়নে ভান্ডারিয়া উপজেলাধীন ১ নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গ্রামের মোসাঃ আলেয়া বেগম এর ভাঙ্গা ঘরটি পাকা টিন সেট ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহন করেছেন, তিনি এ ছাড়াও আরও কয়েকজন অসহায় ও গরীব পরিবারের ঘর নির্মাণ করে উদ্যোগ নিয়েছেন। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া বিহারী স্কুলের সিনিয়র শিক্ষক আঃ মালেক হাওলাদার, সাংবাদিক মোঃ খালেদ খান সহ স্থানীয় অনেক গণমান্য ব্যক্তিবর্গ।