শূন্যঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে ঢাকা-১০ আসনের নির্বাচনে ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ভোটের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। ভোটের এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 
জানা গেছে, ঢাকা-১০ আসনটি গত বছরের ২৯ ডিসেম্বর, গাইবাবান্ধা-৩ আসনটি ২৭ ডিসেম্বর এবং বাগেরহাট-৪ আসটি চলতি বছরের ১০ জানুয়ারি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুযায়ী আজ এ তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।