আতিকুর রহমান- মোহাম্মাদপুর প্রতিনিধি

আরও সাতটি স্থানে করোনাভাইরাসের রোগী শনাক্তের পরীক্ষা করা হবে। এছাড়া কোয়ারেন্টাইনের জন‌্য দুটি হাসপাতাল প্রস্তত করা হচ্ছে।

শনিবার (২১ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, এখন পর্যন্ত শুধু আইইডিসিআর-এ করোনা আক্রান্তের পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তত করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।