মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি
আবারও ফরিদপুরের মানুষকে ঋনী করে রাখলেন,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় সংসদীয় স্হায়ী কমিটির মাননীয় সভাপতি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এম পি।
সারাদেশের চিকিৎসকরা যখন পিপিই সংকটের কারণে করোনা ভাইরাসের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারছেনা, ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিতে হিমসিম খাচ্ছেন ঠিক তখনই মানবতার সেবায় এগিয়ে এলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এম পি,
নিজস্ব উদ্যোগে তিনশত টি পিপিই এর প্রথম চালানটি তাঁর এপিএস, ফরিদপুর যুবলীগ এর সভাপতি জনাব এ এইচ এম ফুয়াদ এর মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডাঃ স্বপন কুমার বিশ্বাস এবং বিএমএ সাধারন সম্পাদক এবং মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বুলুর হাতে তুলে দেন।
চিকিৎসকদের সুরক্ষা এবং নিরাপদ চিকিৎসা সেবা প্রদানের জন্য।
এর ফলে ফরিদপুর বাসিকে জীবনের ঝুকি ছাড়াই করোনা ভাইরাসের চিকিৎসা সেবা দিতে পারবেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।