মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের টেপাখোলা ও শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা ও রড-সিমেন্টের দোকান খোলা রাখায় ৫ প্রতিষ্ঠানের মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ জরিমানা করা হয়। ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ব্ন্ধ থাকার কথা। নিষেধাজ্ঞা না মেনে চলায় সিএন্ডবিঘাট এলাকার কে বি ব্রিকসের মালিক মইনুল ইসলামকে ১০ হাজার টাকা, আরও দুটি রড সিমেন্টের দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধ করে দেয়া হয়। অপরদিকে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেপাখোলা এলাকায় একটি হার্ডওয়ারের ও একটি রড সিমেন্টের দোকান মালিককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান বন্ধ করে দেয়া হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক রায় জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা যাতে সবাই পালন করে সে কারণে অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, সেনাবাহিনী। অভিযানে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ফরিদপুরের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য হিসেবে তিনি জানান, এ পর্যন্ত মোট ১৭৪০ জনকে সঙ্গরোধে নেয়া হয়েছিল। এদের মধ্যে ১৪৪৯ জন ১৪ দিন সময় অতিক্রম করায় ছাড় পেয়েছেন। এছাড়া জেলা থেকে গত ৪৮ ঘণ্টায় ২০ জনের নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) পাঠানো হয়েছে।