প্রশ্ন : ইতিকাফ অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে অংশ নিতে মসজিদের তৃতীয় তলা থেকে নিচতলায় এসে দাঁড়ানো যাবে? প্রথম তলায় এসে দেরি করা যাবে কি না বা তাসবিহ-তাহলিল পড়া যাবে কি?

—নাসিমুল হক মৃধা, মুগদাপাড়া, ঢাকা।

উত্তর : জামাতে নামাজ পড়ার জন্য তৃতীয় তলা থেকে নিচতলায় আসা বৈধ হবে এবং তাসবিহ-তাহলিল, নফল ইত্যাদি সব আদায় করতে পারবে। (তাবয়িনুল হাকায়েক : ১/১৬৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৯৫)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা