সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০কেজি কাঁচা,৭৫০গ্রাম শুকনো গাঁজা এবং২০০ পিছ ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে।পুলিশের অভিযানকালে পূর্ব রামজীবন গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে গাঁজা কারবারি বিজু মিয়ার বাড়ির ভিতরের আঙ্গিনায় লাগানো গাছ থেকে ১০ কেজি কাঁচা গাঁজা উদ্ধার করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুচতুর বিজু মিয়া সুকৌশলে পালিয়ে যায়।অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মীরগঞ্জ বাজার কর্ণিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭৫০গ্রাম শুঁকনো গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।এরা হলেন কর্ণিপাড়া গ্রামের গোপেশ সরকারের ছেলে তাপস সরকার এবং বামনজল গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া।এছাড়া ঝিনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শফিকুল ইসলামকে ২০০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।