ক্রাইম রিপোর্টার মোঃ আঃ হান্নান, সিলেট
মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ চুনারঘাট থানার অফিসার ইনচার্জ “শেখ নাজমুল হক”
অদ্য ০৭/০৮/২০ইং রোজ শুক্রবার বিকাল ৩ঘটিকায়, ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কালিশিরী গ্রামে যুবলীগ ও গ্রাম বাসীর আয়োজনে ২নং আহাম্মদাবাদ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি চুনারুঘাট থানার অফিসার ইনচা্র্জ সেখ নাজমুল হক।
অতিথি এস,আই সহিদুল ইসলাম, বিশেস অতিথি আমুরুড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, ইউমিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আলাউদ্দিন স্যার, কৃষকলীগ সভাপতি মোঃ মুজিবুর রহমান সহচুনারুঘাট উপজেলা,সাবেক সভাপতি ছাএলীগ মোস্তাপিজোর রহমান, রিপন, এডঃ ইমরান লস্কর,বশির আহাম্মদ দুলাল ভূইয়া মেম্ববার ৫নংওয়াড সহসভাপতি সেচ্ছাসেবকলীগ চুনারু ঘাট উপজেলা।বিশেস
যুবলীগ নেতা পলাশ চুনারুঘাট উপজেলা,মেম্বার আজগর আলী ৬নং ওয়াড,আওয়ামী লীগ নেতা আঃহাই ও আঃহান্নান,সভাপতি মোঃ হান্নান ১নং ওয়াড।
বক্তব্য রাখেন সভাপতি, প্রধান অতিথী, বিশেষ অতিথী বৃন্দ সন্চালনায় ছিলেন সহসভাপতি আব্দুল্লা আল মামুন।