শহিদুল ইসলাম শহীদ :নওগাঁ মান্দা প্রতিনিধি।

নওগাঁ মান্দা উপজেলা পরিষদের উপ -নির্বাচন চেয়ারম্যান পদে শুধুমাত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক

বিএনপি’র মান্দা উপজেলার সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান মুকে।আওয়ামী লীগ ও বিএনপির এই দুই দলের প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেউ দাখিল না করায় শুধুমাত্র এই উপ -নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটে লড়াই চলবে।সহকারি রিটার্নিং অফিসার ও মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশীদ বলেন, এই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল গত বুধবার।এই উপ নির্বাচনে লড়াইয়ের জন্য দুই দলের মনোনয়নপত্র জমা দেন ।আর এই দুই দলের মধ্যে ভোটের লড়াই হবে ।তিনি আরো বলেন, আগামী ২৬ শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আর আগামী ২০ শে অক্টোবর ভোট গ্রহণ করা হবে।আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক বলেন, আমি নির্বাচিত হলে এলাকা থেকে দুর্নীতি, সন্ত্রাস ও অরাজকতা দূর করব এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব ।অপরদিকে বিএনপির সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান মুকে বলেন, আসন্ন ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকা থেকে সকল দুর্নীতি ,সন্ত্রাস , সমাজকে কলঙ্ক মুক্ত করব এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব।গত ৬ জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর উক্ত চেয়ারম্যানের পদ শূন্য হয়।