প্রশ্ন-উত্তর: নামাজে আরবি নিয়ত কি জরুরি?
প্রশ্ন : অনেক মাওলানা বলে থাকেন যে নামাজে আরবি নিয়তের দরকার নেই। বাংলা নিয়তই যথেষ্ট। এ কথা কি ঠিক?
আলমগীর হোসেন, চাঁদপুর
উত্তর : নিয়ত হলো অন্তরের কাজ। অন্তরের সংকল্পকেই নিয়ত বলে। আরবি কিংবা বাংলা শব্দ উচ্চারণ জরুরি নয়। (ফাতহুল কাদির : ১/২৩২, আল ইনায়া : ১/২৬৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৪০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা