উচ্চারণ : ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি

ওয়াজহিকা ওয়ালি আজিমি সুলতনিক।

অর্থ : হে আল্লাহ! আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য।

উপকার : আব্দুল্লাহ বিন উমার (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁদের একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর কোনো এক বান্দা এই দোয়া পড়লে ফেরেশতারা হতবাক হলেন এবং তাঁরা ঠিক বুঝে উঠতে পারলেন না তা কিভাবে লিপিবদ্ধ করবেন। তাই তাঁরা আসমানে আরোহণ করে বলেন, হে আমাদের প্রভু! আপনার এক বান্দা এমন এক বাক্য বলেছে, যা আমরা কিভাবে লিখব বুঝে উঠতে পারছি না।…মহান আল্লাহ তাঁদের বলেন, আমার বান্দা যেভাবে বলেছে তদ্রূপই লিখে রাখো। আমার সঙ্গে সাক্ষাৎ লাভের সময় আমি তাকে তার বিনিময় দান করব। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮০১)