স্টাফ রিপোর্টার:

২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল গণি মিয়া সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় তাকে সম্মাননা প্রদান করা হয়। বরেণ্য ফাউন্ডেসনের আয়োজনে মুজিবশতবর্ষ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘একুশ আমার চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাক্ষ্মনবাড়ীয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) সম্মাননা স্বারক আব্দুল গণি মিয়ার হাতে তুলে দেন। রাজধানীর আরামবাগে সনামধন্য হোটেল আল হেলালের স্বত্বাধীকারী আব্দুল গণি মিয়া। তিনি আওয়ামী লীগের দুর্দিনে শরীয়তপুরের নেতকর্মীদের বিভিন্ন সহযোগিতা করেছেন। সামাজিক কর্মকা-ে তার বেশ অবদার রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল গণি মিয়া বিলাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সমাজসেবক আব্দুল গণি মিয়া তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, এ সম্মান আমার একার নয়। আমার এ সম্মাননা আমি দেশবাসীর নিকট উৎসর্গ করলাম। যতোদিন বেঁচে আছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই মানুষের সেবা করে যাবো ইনশাল্লহ্।