পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ২৩ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে প্রদেশের খুজদার জেলায় এম এইট সড়কে একটি বাস অতিরিক্ত গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় আরো অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

খুজদার জেলার ডেপুটি কমিশনার (ডিসি) মেজর (অব.) বশির আহমদ পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানান, বাসটি বেলুচিস্তানের ওয়াড থেকে সিন্ধুপ্রদেশের দাদু শহরে যাচ্ছিল। তিনি বলেন, ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া আহতদের মধ্যে আরো আটজন মারা যান।

ডিসি বশির আহমদ বলেন, ওই বাসের যাত্রীরা সিন্ধুর দাদুর বাসিন্দা। তারা ওয়াডে অবস্থিত সুফি আবদুল কাদের নকশবন্দির মাজারে বার্ষিক ওরস শেষে বাড়ি ফিরছিলেন।

সূত্র : ডন।