বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকা মেট্রোর ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের দিক নির্দেশনায় ও তত্তাবধায়নে টিম-২ এর সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে অফিসার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ডিএমপি,ঢাকার ভাটারা থানাধীন পুরাতন ২৪৭০, মাদানী এভিনিউ, ২য় তলা, (পশ্চিম পার্শ্বে) প্লট-৬, রোড-৮, ব্লক-এ, সংলগ্ন এলাকায় আস্থা গেটওয়ে লিমিটেড নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র পরস্পর যোগসাজশে ভুঁইফোড় কোম্পানী খুলে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগ দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন চাকুরী প্রার্থীদের জাল নিয়োগপত্র প্রদান করে তাদের নিকট থেকে কোটি কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্নসাৎ করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৫সেপ্টেম্বর ভিকটিমদের জিজ্ঞাসাবাদপূর্বক ভূয়া চাকুরী দাতা মোঃ আল আমিন চেয়ারম্যান- আস্থা গেটওয়ে লিমিটেড) হারুনর রশীদ বাদল,ম্যানেজিং ডিরেক্টর- আস্থা গেটওয়ে লিমিটেড’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে প্রতারক চক্র চাকুরী নিয়োগ সংক্রান্তে কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি তাদের দখলে থাকা ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুইটিং এজেন্সী বাংলাদেশ লিমিটেড কর্তৃক ২৪টি ভুয়া নিয়োগপত্র ও বিভিন্ন চাকুরী প্রার্থীদের আবেদন ফরম,চাকুরী প্রার্থীদের নিবন্ধন ফরম,চাকুরী প্রার্থীদের জীবন বৃত্তান্ত,সহ তাদের ভিজিটিং কার্ড সহ বিভিন্ন মালামাল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।উক্ত ঘটনায় জড়িত আসামী ও পলাতক আসামীসহ মোট ০৫ জন আসামীদের বিরুদ্ধে ভাটারা থানা, ডিএমপি, ঢাকাতে মামলা নং-২৩(০৯)২১, ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬/৩৪ পেনাল কোড দায়ের করা হয়।
আজ সকাল ১১ টায় সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃইমান হোসেন সহ আরো উপস্থিত ছিলেন,সিআইডির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।