মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধিঃ
ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করায় ফরিদপুর জেলার পুলিশে শ্রেষ্ঠ এসআই হলেন আজাদ,
ফরিদপুরের জেলার ভাঙ্গা থানার ক্লু-লেস একটি হত্যা মামলার রহস্য উৎঘাটন করায় তাকে পুরষ্কৃত করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান।
শনিবার সকালে ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুরস্কারের ঘোষণা দেন পুলিশ সুপার। পরে রবিবার রাতে ভাঙ্গা থানায় উক্ত পুরষ্কারটি এসআই আজাদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা, সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী।
জানা যায়, ভাঙ্গা থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া চরের মধ্যে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
এর মাত্র ১৫ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ ক্লু-লেস হত্যা মামলার রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়। ঐ অজ্ঞাত যুবক মাদারীপুরে শিবচর উপজেলার ফকির রুনাইকান্দি গ্রামের ভ্যান চালক পারভেজ ফকিরের লাশ সনাক্ত করতে সক্ষম হয়। এ হত্যা কান্ডের ঘটনার সহিত সরাসরি জড়িত ৪ জনকে গ্রেফতার করে এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।
তাই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় তাকে পুরস্কৃত করেন ।
পরে ভাঙ্গা থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা, সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী এস আই আজাদের হাতে পুরস্কারটি তুলে দেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত) বিকাশ মন্ডল, এসআই জুয়েল সহ প্রমুখ।
তবে ক্লু-লেস হত্যা মামলাটির রহস্য উৎঘাটনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার এবং সার্বিক সহযোগিতা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ।