প্রশ্ন : এখন প্রায় সবার কাছেই স্মার্টফোন আছে, যাতে সাধারণত বিভিন্ন প্রাণীর ছবি, ভিডিও, গান-বাজনাসহ বিভিন্ন নাজায়েজ জিনিস থাকে। প্রশ্ন হলো, এ ধরনের স্মার্টফোন সঙ্গে নিয়ে কি মসজিদে যাওয়া যাবে? এবং এ রকম মোবাইল পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে?

— মো. যুবায়ের, রিয়াদ, সৌদি আরব।

উত্তর : শুধু স্মার্টফোন বলে তা নিয়ে মসজিদে যাওয়া বা তা সঙ্গে নিয়ে নামাজ পড়াকে অবৈধ বলা যায় না। কারণ এই ফোনের মাধ্যমে ভালো-খারাপ সব ধরনের কাজই করা যায়। যেমন—স্মার্টফোনে অটোমেটিক সাইলেন্ট অপশন আছে, যার মাধ্যমে নামাজের সময়গুলোতে এটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট মুডে চলে যায়। ফলে মানুষ মনের ভুলে তা সাইলেন্ট করতে ভুলে গেলেও কোনো সমস্যা হয় না। অন্যদিকে এর মাধ্যমে ছবি, ভিডিও ধারণ ও সংরক্ষণও করা যায়। শরিয়তের দৃষ্টিতে অনর্থক ছবি, ভিডিও ধারণ করা অবৈধ। আর গান-বাজনা সংরক্ষণ করার তো প্রশ্নই আসে না। তবু যদি কারো ফোনে এ ধরনের জিনিস সংরক্ষিত থাকে, তা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এর কারণে নামাজের কোনো সমস্যা হবে না। (রদ্দুল মুহতার : ২/৪১৬-৪১৭, দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগ, ফতওয়া আইডি 648/655/N=8/1436-U)