সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান পদে মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মো. আবদুল্লাহ শরীফ। 

রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের জেনারেল সেক্রেটারিয়েটে কাকরাইলেরর ওরিয়েন্টাল ট্রেড সেন্টারের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা ২০১৯-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।এতে বোর্ডের ২১টি সদস্য ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীয়াহ সুপারভাইজরি কমিটি-শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য সচিব-সচিবরা ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রূমি এ হোসেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব-উল-আলম।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মহা ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।