প্রশ্ন : বিশ্ব ইজতেমায় গিয়ে আমি একটি মানিব্যাগ পাই। সেখানে কিছু টাকা পাওয়া যায়। কিন্তু ওই মানিব্যাগে এর মালিকের সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম (মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা) পাওয়া যায়নি। এখন আমি এই টাকা কী করব? – আহরার আল আমিন, নারায়ণগঞ্জ।
উত্তর : কুড়িয়ে পাওয়া বস্তু আমানত। তা পাওয়ার পর প্রাপ্তিস্থানের আশপাশে ও জনসমাগমে প্রাপ্তির ঘোষণা দেওয়া এবং মালিক খোঁজ করে তাকে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জরুরি। কিন্তু তা না করে মানিব্যাগটি নিজের কাছে রেখে দেওয়া এবং পরে সেই টাকা খরচ করে ফেলা অন্যায় ও গুনাহর কাজ।
বর্তমানে যেহেতু মালিকের খোঁজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই সমপরিমাণ টাকা মালিকের পক্ষ থেকে গরিব-মিসকিনদের সদকা করে দিতে হবে।
(সূত্র : বাদায়েউস সানায়ে ৫/২৯৬; আদ্দুররুল মুখতার ৪/২৭৮; ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯; আলবাহরুর রায়েক ৫/১৫২)