প্রশ্ন : আমি একটি ফ্যাক্টরিতে চাকরি করি। আমার দায়িত্ব ফ্যাক্টরির পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বাজার থেকে ক্রয় করা। দীর্ঘদিন এই পোস্টে কাজ করার সুবাদে অনেক ব্যবসায়ীর সঙ্গে আমার পরিচয় ও সম্পর্ক আছে। একজন ব্যবসায়ী আমাকে প্রস্তাব করেছে, আমি যদি ফ্যাক্টরির সব কাঁচামাল তার থেকে কিনি, তবে সে আমাকে শতকরা ৩ শতাংশ কমিশন দেবে। আমার জন্য উক্ত কমিশন গ্রহণ করা জায়েজ হবে?

—জয়নাল আবেদিন মানিক, চাষাঢ়া, নারায়ণগঞ্জ

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু উক্ত ফ্যাক্টরিতে চাকরি করেন তাই ফ্যাক্টরির পণ্য ক্রয়ের জন্য আপনি শুধু প্রতিনিধি; মূল ক্রেতা নন। অতএব বিক্রেতা যে মূল্য ছাড় বা কমিশন দেবে, তা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না; বরং পুরো কমিশনই ফ্যাক্টরিতে জমা দিতে হবে।

সূত্র : কিতাবুল আসল : ১১/২৮৮; ফাতাওয়া হিন্দিয়া : ৩/৫৮৮; আলমুহিতুল বোরহানি : ১৫/৬৫; আলবাহরুর রায়িক : ৭/১৫৫; শরহুল মাজাল্লাহ, আতাসি : ৪/৪৭৮