হেলাল

দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায় ই’সলামিক ফাউন্ডেশনের ম’সজিদ ও ই’সলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্পের আওতায় এগুলো নির্মাণ করা হবে।

ই’সলামি ফাউন্ডেশন কুমিল্লার কার্যালয় সূত্রে জানা যায়, এগুলো স্থাপনে মোট ২৩৫ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে। ইতিমধ্যে এ লক্ষ্যে জেলা সদর ও উপজেলায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। বাকিগুলোতে অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। ২০১৮ সালে হাতে নেয়া এ প্রকল্পটি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্রটি আরও জানায়, ইতিমধ্যে জেলা সদর, দাউদকান্দি, চান্দিনা, নাঙ্গলকোট, বুড়িচং, আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণ কাজ চলছে।

ই’সলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুস সাকিব জানান, জেলা সদরে মডেল ম’সজিদ ও ই’সলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবন ৪ তলা এবং উপজেলা মডেল ম’সজিদ সাংস্কৃতিক কেন্দ্র ভবন ৩ তলা বিশিষ্ট হবে। এতে ই’সলামিক ফাউন্ডেশনের অফিস, লাইব্রেরি, বিশ্রাম কক্ষ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।