কুমিল্লায় সাংবাদিকদের সহায়তায় হায় হায় কোম্পানির ৫প্রতারক আটক সাংবাদিকদের সহায়তায় জেলার দেবিদ্বার উপজেলায় প্রতারক হায় হায় কোম্পানির ৫প্রতারক থানা পুলিশের হাতে আটক। এসময় স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগের কথা বলে ১৮০ জন নারীর কাছ থেকে প্রায় সারে ৩তিন লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। আজ বুধবার দুপুরে দেবীদ্বার এলাকার ফুলগাছ তলার ভূইয়া কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ। সংবাদিকের উপস্থিতি টের পেয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায় কোম্পানির এমডি পরিচয় দেয়া ঢাকার ঠিকানা ব্যবহার কারি শাহ-জামাল।

পরে ঘটনার সাথে জড়িত প্রতারকদের ৫জন কে উপস্থিত সাংবাদিকগন ভুক্তভোগী ও প্রতারণার শিকার নারীদের সহায়তায় আটক করে রাখে। আটককৃত প্রতারকরা যথাক্রমে ১। মোঃ সেলিম শেখ(৩৫), পিতা- মোঃ মন্নু শেখ, সাং- বারইগড়া, পোষ্ট- নলদী, থানা- লোহাগাড়া, জেলা- নড়াইল, ২। সবুজ দাগ গুপ্ত(৩৮), পিতা- রতন দাস, মাতা- রতনা দাস, সাং- উত্তর ছেচরি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি, ৩। মোঃ বদিউল আলম(৪০), পিতা- মৃত মফিজুল ইসলাম, সাং- রামপুর, ৪। মোঃ রবিউল্লাহ(৬০), পিতা- মৃত হাবিব উল্লাহ, সাং- শোভারামপুর, ৫। মোঃ মাহাবুব আলম ভূঁইয়া(৫৭), পিতা- মৃত মফিজুল ইসলাম ভূঁইয়া, সাং- রামপুর, সর্ব থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আসামীদের থানায় নিয়ে যান দেবিদ্বার থানা এস আই ইখতিয়ার।

নাসরিন আক্তার নামে এক ভুক্তভোগী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের সকল কে জেল হাজতে প্রেরণ করা হয়।