নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটির ৫৮৫তম পর্বে নামাজের মধ্যে হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলতে হবে কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চান মিশু।

এর জবাবে মুহাম্মদ সাইফুল্লাহ বলেন- না, সালাতের মধ্যে যদি হাঁচি আসে, তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না। কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে আলহামদুলিল্লাহ এসে যায়, তাহলে তার সালাত নষ্ট হবে না। কারণ, সালাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো জিনিস বৃদ্ধি করা জায়েজ নেই, যেটা সালাতের সঙ্গে সংগত।

কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে এসে যায়, সেটা যদি সালাতের সংগত বিষয় হয়, তাহলে সালাত নষ্ট হবে না।