সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
প্রশ্ন : আমাদের এলাকার মসজিদে জুমার নামাজ ও প্রতিদিনের মাগরিবের নামাজের পর মসজিদের জন্য টাকা তোলা হয়। অনেক সময় ভাংতি টাকা না থাকলে মসজিদের ভেতরই টাকা ভাঙাতে হয়। যেমন—১০০ টাকার নোট দিয়ে ৯০ টাকা ফেরত নেওয়া এবং ১০ টাকা মসজিদে দান করা। সেদিন আমাদের এলাকার এক চাচা বলেন, মসজিদের ভেতর টাকা ভাঙানো নাকি জায়েজ নেই। তাঁর কথা কি ঠিক?
হাবিবুর রহমান সোহাগ, ফরিদগঞ্জ, চাঁদপুর।
উত্তর : উল্লিখিত পদ্ধতিতে মসজিদে টাকা ভাঙানো জায়েজ এবং দান করার পর বাকি টাকা ফেরত নেওয়াও বৈধ। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১২/২৪৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৩৯)