মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

জেলা পুলিশ ফরিদপুরে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা মহাদেব নির্দেশনার আলোকে শুরু করা হয়েছিল পাশে আছি আমরা এই ব্যানারে বিভিন্ন কার্যক্রম। তারমধ্যে পুলিশ লাইন্সের প্রধান গেটের ডান পাশে স্থাপিত করা হয়েছিল আপনার-আমার অব্যবহৃত কাপড়টি গরিব হতদরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার একটি সংযোগ স্থান।

বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার সংযোজন করা হল বিশুদ্ধ খাবার পানির। গরমের তীব্রতায় তৃষ্ণার্ত দিনমজুর, রিকশাচালক, ভ্যান চালক ও পথচারীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। খাবার পানি শতভাগ বিশুদ্ধ, কারণ সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ ফরিদপুরের পুলিশ লাইন্সের সকল পুলিশ সদস্যদের জন্য খাবার পানির সমস্যার কারণে স্থাপন করেছেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আর তারই থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হল জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি।