প্রশ্ন : আমাদের একজন শিক্ষক আছে, যিনি ছাত্রদের শয়তান, খবিস, জানোয়ার, গাধা, বদমাশ, শুয়োর, গরু, ছাগল ইত্যাদি বলে গালি দেন। ছাত্রকে এভাবে গালি দেওয়া কি জায়েজ?
—রায়হান, ফেনী।
উত্তর : এ ধরনের শব্দ দ্বারা ছাত্রদের গালি দেওয়া জায়েজ নেই। ছাত্ররা কোনো ভুল করলে তাদের সুন্দরভাবে বোঝানো উচিত। প্রয়োজনে রাগ দেখানো যেতে পারে। কিন্তু অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া যাবে না। (হিদায়া, ৪/১৩২, বাদায়িউস সানায়ে : ৭/৬৩, আদ্দুররুল মুখতার : ৪/৬৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৭৪)
সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা